Header Ads

মুকুটমণিপুরে তিনটি হরিণের মৃতদেহ উদ্ধার, বনদপ্তরের গাফিলতির অভিযোগ করছেন পশুপ্রেমীরা

নজরবন্দি ব্যুরোঃ তিনটি হরিণের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার মুকুটমণিপুরে। স্থানীয় পুখুরিয়া ডিয়ার পার্কের কাছ থেকেই দেহগুলি উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা। তিনটি হরিণের দেহে একাধিক ক্ষতের চিহ্ন মেলায় বনআধিকারিকদের অনুমান হিংস্র কুকুরের কামড়েই হরিন তিনটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় বনদপ্তরের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের পশুপ্রেমীরা।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা পুখুরিয়া ডিয়ার পার্কে বনের ধারেই তিনটি হরিণের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপরই খবর দেওয়া হয় বনদপ্তরে। তৎক্ষণাৎ বনকর্মীরা দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায়। কুকুরের কামড়েই হরিণগুলির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বনআধিকারিকদের। এই ডিয়ার পার্কে শতাধিক হরিণ রয়েছে।
পরিখা যুক্ত ওই পার্ক থেকে হরিণগুলি কিভাবে বাইরে বেরিয়ে এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীরা। বনদপ্তরের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তাঁরা। তবে এই ঘটনায় কোন পাচারকারীর যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে বনদপ্তর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.