Header Ads

দিল্লির নির্বাচন মিটতেই বাড়লো রান্নার গ্যাসের দাম।

নজরবন্দি ব্যুরোঃ দিল্লির নির্বাচন মিটতে না মিটতেই দাম বাড়লো রান্নার গ্যাসের। বিজেপিকে হারিয়ে তৃতীয়বার মসনদে বসলেন আরবিন্দ কেজরিওয়াল। গতকাল ছিল দিল্লির নির্বাচনের ফলাফল। বিপুল আসনে জিতে কার্যত বিজেপিকে সাফ করে দিয়েছে আম আদিম পার্টি। নির্বাচনের রেশ কাটার আগেই সাধারণত মানুষের কপালে চিন্তার ভাজ। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ১৪৯ টাকা। ডিসেম্বর মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১৯ টাকা ৫০ পয়সা। সাধারণ মানুষ সেই সিলিন্ডার কিনতেন ৭২৫ টাকা ৫০ পয়সায়।
ঠিক তার ৩১ দিনের মধ্যেই আবার দাম বেড়েছিল ২১ টাকা ৫০ পয়সা। সাত মাসের মধ্যে এই নিয়ে ছয়বার সিলিন্ডারের দাম বাড়লো। এবার এক লাফে ১৪৯ টাকা দাম বেড়ে ভর্তুকিবিহীন সিলিন্ডার দাম হল ৮৯৬ টাকা। কেন্দ্র সরকার ১৪.২ কেজি ওজনের ১২টি সিলিন্ডার ভর্তুকি দেয় গ্রাহকদের। কিন্তু তার ১২টার বেশি সিলিন্ডার নিলে সেক্ষেত্রে কোন ভর্তুকি মেলেনা। গ্রাহকদের ভর্তুকিবিহীন দামেই কিনতে হয় গ্যাস সিলিন্ডার। পড়ে সেই ভর্তুকি সরাসরি গ্রাহকের ব্যাংক একাউন্টে চলে যায়। আজ বুধবার থেকেই রান্নার গ্যাস পাওয়া যাবে ৮৯৬ টাকায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.