Header Ads

শিয়ালদা-সোনারপুর লোকালে আগুন, ব্যাহত ট্রেন চলাচল

নজরবন্দি ব্যুরো: অন্যান্য কর্মব্যস্ত দিনের মত লোকাল ট্রেনে ছিল মারাত্মক ভিড়। আর সেই ভিড়ের মধ্যেই প্রথম কামরা থেকে গলগল করে ধোয়া বের হতে দেখেন যাত্রীরা। নিমেষেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শিয়ালদা দক্ষিণ শাখার পাকসার্কাস স্টেশনে। রেল সূত্রে খবর এদিন যাত্রী বোঝাই সোনারপুর-শিয়ালদা লোকাল ট্রেন পাকসারকাস স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে স্টেশনে।

আতঙ্কিত হয়ে পড়েন থেকে নামতে পুরোপুরি লেগে যায় যাত্রীদের। স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর রেলের কর্মীরা ট্রেনটিকে নিয়ে যান বালিগঞ্জে। বালিগঞ্জের 4 নম্বর প্লাটফর্মে ট্রেনটিকে রেখে কাজ শুরু করেন রেলকর্মীরা। এরজেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ঠিক কিভাবে ট্রেনটিতে আগুন লাগল তা এখনো পরিষ্কার না হলেও রেল কর্মীদের অনুমান ব্রেক বাইন্ডিংয়ের সমস্যার জেরেই ট্রেনে আগুন লাগে। কর্মব্যস্ত দিনে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.