কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা!
নজরবন্দি ব্যুরো: এদিন সকাল থেকে রোদের দেখা নেই। মুখভার করে আছে আকাশ। এদিকে কনকনে ঠাণ্ডা না থাকলেও, সপ্তাহের শেষে ঠাণ্ডার আমেজে উপভোগ করছেন কলকাতাবাসী।
আগামী সপ্তাহের গোড়ার দিকেও এই আমেজ থাকবে। তবে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বাড়ি থেকে বেরনোর আগে ব্যাগে ছাতা রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
দফতর জানিয়েছে, শনিবার গোটা দিন আকাশ মেঘলা থাকবে।
হতে পারে বৃষ্টিও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ফের ফিরবে শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত এই সেই শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবারও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর সঙ্গে রাজ্যে ফিরতে চলেছে শীতও। কনকনে ভাব না থাকলেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এই শীতের আমেজ থাকবে।
আগামী সপ্তাহের গোড়ার দিকেও এই আমেজ থাকবে। তবে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বাড়ি থেকে বেরনোর আগে ব্যাগে ছাতা রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
দফতর জানিয়েছে, শনিবার গোটা দিন আকাশ মেঘলা থাকবে।

No comments