Header Ads

নির্বাচনের আবহে রাজধানীতে খুন পুলিশ আধিকারিক

নজরবন্দি ব্যুরো : ভোটার আগের দিন রাতেই রাজধানীতে ঘটলো এক ভয়াবহ ঘটনা। দিল্লির রোহিনীতে মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতি অহলাওয়াত (২৬) কে গুলি করে খুন করা হল। এই খুনের অভিযোগ ওঠে প্রীতির ব্যাচমেট দীপাংশু রাঠীর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে ,প্রীতি কে খুন করার পর নিজেও আত্মঘাতী হন দীপাংশু। প্রীতি আসল বাড়ি হরিয়ানার সোনিপতে। কাজের জন্য রোহিনীতে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। অন্যদিকে দীপাংশু এর বাড়িও সোনিপতে। প্রীতি আর দীপাংশু ২০১৮ সালের ব্যাচমেট। এবং প্রীতি বর্তমানে পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ শিল্পাঞ্চল থানায় কাজ করতো। পুলিশ সূত্রে খবর ,কাজ থেকে বাড়ি ফিরছিল প্রীতি রাত তখন ৯ টা। মেট্রো থেকে নেমে বাড়ির পথে হাঁটতেই প্রীতির উদ্দেশ্যে দীপাংশু পর পর তিনটে গুলি করে। গুলি গুলো সোজা লাগে প্রীতির মাথায়। এবং সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়।
 নিবার্চনের আগের দিনই এই রকম খুন তা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায় রাজধানীতে। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের অনুমান প্রণয় ঘটিত কারণেই এই খুন। পুলিশ সূত্রে খবর প্রীতির প্রেমে পড়েছিল দীপাংশু। বিয়ের প্রস্তাব দেওয়াতে প্রীতি না করায় তাঁকে খুন করেন দীপাংশু।এলাকার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.