Header Ads

দিল্লিতে জয় নিশ্চিত আপের, কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা মমতার

নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে যে এবার ঝাড়ুঝড় গেরুয়া শিবিরকে যে প্রায় কুপোকাত করে দিতে চলল তা আর বলার অপেক্ষা রাখে না। আগে ভাগেই সেই ইঙ্গিত দিয়েছিল একাধিক পোল। ইতিমধ্যেই সিলমপুর কেন্দ্রে আপ প্রার্থীর জেতার খবর এসেছে। আপ প্রার্থী আব্দুল রহমানের জয়ে বিজয় উল্লাস শুরু করেছে। তাঁর জয়ের খবরই প্রথম এসেছে।
দেউলি কেন্দ্রে ও আপ প্রার্থীর জয়ের খবর এসেছে। এরমাঝেই অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনেই আপ সুপ্রিমোকে শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা। কৌশলী প্রশান্ত কিশোরও ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। এই প্রসঙ্গেই মমতা জানিয়েছেন বিজেপির কাজে মানুষ খুশি নয় তাই আপকে জিতিয়েছে।
এ প্রসঙ্গে সিএএ ও এনআরসির কথা তুলে ধরেন মমতা। 'ভারতের আত্মাকে বাঁচানোর জন্য দিল্লিবাসীকে অসংখ্য ধন্যবাদ।' ট্যুইট করে এমনটাই জানিয়েছেন পিকে। এখনকার ট্রেন্ড অনুযায়ী ৬১টি আসনে এগিয়ে আপ। ৯টি আসনে এগিয়ে বিজেপি। কিংগ্রেস কিংবা অনান্য কেউই খাতা খুলতে পারেনি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.