Header Ads

কর্তারপুর যেতে ভারতীয়দের লাগবে না পাসপোর্ট, জানিয়ে দিল পাকিস্তান

নজরবন্দি ব্যুরোঃ পাসপোর্ট ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে কর্তারপুর করিডরে। শুক্রবার পাক সংসদে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী ইজাজ শা। তবে বেশ কিছুদিন আগে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান অবশ্য জানিয়েছিলেন কর্তারপুরে যেতে গেলে ভারতীয়দের জন্য পাসপোর্ট অবশ্যই লাগবে। গত নভেম্বরে সেই একই কথা জানিয়েছিলেন পাক সেনাপ্রধান।
এই কর্তারপুর করিডর দিয়েই যেতে হয় পাকিস্তানের নারোয়াল প্রদেশে। আর সেখানেই রয়েছে শিখ ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান দরবার সাহিব গুরুদ্বার। শোনা যায় এই স্থানেই নাকি জীবনের শেষের দিকের কয়েক বছর কাটিয়েছিলে গুরু নানক। তবে পাকিস্তানের গৃহমন্ত্রীর এদিনের ঘোষণার পর বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। ভারত সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে তাঁদের কাছে কোন খবর নেই।
দুই দেশের মধ্যে আলোচনা ছাড়াই এহেন সিদ্ধান্ত একা পাকিস্তান নিতে পারে না। একতরফা কোন ঘোষণা বা পোস্ট করলেই হয় না দুদেশের চুক্তি অনুযায়ী কাজ করতে হবে। উল্লেখ্য কর্তারপুর করিডর ব্যবহারের ক্ষেত্রে ভারতীয় তীর্থযাত্রীদের ২০ মার্কিন ডলার ধার্য করেছিল পাকিস্তান সরকার। কিন্তু ভারত সরকার সেই অর্থ মুকুব করার কথা জানিয়েছিল। তবে এদিন কর্তারপুর করিডর নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা এক তরফা সিদ্ধান্ত বলেই জানিয়েছে ভারত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.