BSNL কে কোমায় পাঠিয়ে জিও; এবার টার্গেট LICI-কে ডুবিয়ে রিলায়েন্স ইন্স্যুরেন্স! #Editorial
অর্থাৎ বিএসএনএল এর ঘাড়ে চড়ে ব্যাবসা, পক্ষান্তরে ভারর সরকারের ঘাড়ের ওপর উঠে আম্বানিদের রাজ। ভাবতে অবাক লাগে নিজেদের বিএসএনএল এর পরিকাঠামো উন্নত না করে সরকার ব্যাবসা করতে এগিয়ে দিয়েছিল আম্বানির জিও কে। জিও ৪জি লাইসেন্স পাওয়ার প্রায় সাড়ে চার বছর পর ৪জি লাইসেন্স পেয়েছে বিএসএনএল! বহু কর্মী ছাটাই হয়েছে, বেতন বকেয়া অনেকের। ধর্না, বিক্ষোভ অনশন সবই করেছেন কর্মীরা।
তিনি দ্যার্থহীন ভাষায় জানিয়েছেন, এলআইসিতে সরকারের একটা বড়ো অংশের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হবে।
সিপিআইএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম ভারত সরকারের এই উদ্যোগের তীব্র নিন্দা করেছেন।
তিনি বলেছেন, "অর্থনীতি ধুঁকছে আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি মোদী সরকার। তারপর এলআইসির মতো প্রতিষ্ঠানকে বিলগ্নিকরণের পথে হাঁটছে সরকার। সরকারের কোনও নৈতিক অধিকারই নেই এই প্রতিষ্ঠানকে বেচে দেওয়ার। বিজেপি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চাইছে।"

No comments