Header Ads

BSNL কে কোমায় পাঠিয়ে জিও; এবার টার্গেট LICI-কে ডুবিয়ে রিলায়েন্স ইন্স্যুরেন্স! #Editorial

 
অর্ক সানা, সম্পাদক(নজরবন্দি): ধন ধনা ধন জিও, ফ্রি ফ্রি ফ্রি! ৪জি স্পিড (যদিও পরে এই ফ্রি ব্যাপারটা হাড়ে হাড়ে বুঝেছেন ব্যাবহারকারিরা)। ভারতের ইন্টারনেট দুনিয়া কে বদলে দিয়েছিল জিও, কিন্তু কোমায় চলে গিয়েছিল বিএসএনএল। শোনা যায় জিও-র নিজস্ব যত টাওয়ার রয়েছে ভারতবর্ষে তা সম্ভবত হাতেই গোনা যায়, আসলে জিও বিএসএনএল এর টাওরারেই বসিয়েছিল নিজেদের ৪জি!
অর্থাৎ বিএসএনএল এর ঘাড়ে চড়ে ব্যাবসা, পক্ষান্তরে ভারর সরকারের ঘাড়ের ওপর উঠে আম্বানিদের রাজ। ভাবতে অবাক লাগে নিজেদের বিএসএনএল এর পরিকাঠামো উন্নত না করে সরকার ব্যাবসা করতে এগিয়ে দিয়েছিল আম্বানির জিও কে। জিও ৪জি লাইসেন্স পাওয়ার প্রায় সাড়ে চার বছর পর ৪জি লাইসেন্স পেয়েছে বিএসএনএল! বহু কর্মী ছাটাই হয়েছে, বেতন বকেয়া অনেকের। ধর্না, বিক্ষোভ অনশন সবই করেছেন কর্মীরা।
আম্বানিদের কল্যান সাধনে জিও কে ঘাড়ে তুলে বিএসএনএল কে কোমায় পাঠানোর পর এবার এলআইসিআই কে কোমায় পাঠানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসিতে নিজেদের অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্তের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
তিনি দ্যার্থহীন ভাষায় জানিয়েছেন, এলআইসিতে সরকারের একটা বড়ো অংশের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হবে।
সিপিআইএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম ভারত সরকারের এই উদ্যোগের তীব্র নিন্দা করেছেন।
তিনি বলেছেন, "অর্থনীতি ধুঁকছে আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি মোদী সরকার। তারপর এলআইসির মতো প্রতিষ্ঠানকে বিলগ্নিকরণের পথে হাঁটছে সরকার। সরকারের কোনও নৈতিক অধিকারই নেই এই প্রতিষ্ঠানকে বেচে দেওয়ার। বিজেপি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চাইছে।"
এখন প্রশ্ন হল, কিচাইছে মোদী সরকার? বিএসএনএল কে কোমায় পাঠিয়ে জিও কে মাথায় তুলে নেওয়ার পর কি এলআইসিআই কে কোমায় পাঠিয়ে রিলায়েন্স ইনসিয়োরেন্স কে মাথায় তুলতে চলেছে কেন্দ্রের মোদী সরকার? উত্তর দেবে সময়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.