কেন্দ্রীয় বাজেটের জের; নজিরবিহীন ধস শেয়ার বাজারে।
নজরবন্দি ব্যুরোঃ দালাল স্ট্রিটে বড় ধাক্কা। শেয়ার বাজার প্রায় ১০০০ পয়েন্ট পড়ে যাওয়ায় লোকসান হয়েছে ৩.৬ লাখ কোটি টাকার। এর আগে ২০০৮ সালে এত বড় ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। ২০২০ সালের বাজেট অধিবেশনের কারণেই শেয়ার বাজার ধাক্কা খেল বলে ধারণা অর্থনীতিবিদদের। অর্থনীতিবিদরা মনে করছেন, আয়করে নতুন ঘোষণা প্রভাব পড়েছে সঞ্চয়ে।
প্রভাব পড়েছে শেয়ার কেনাবেচাতে। ধনীদের একটা বড় সংখ্যা সঞ্চয় করার জন্য শেয়ার মার্কেটে টাকা খাটান। দালাল স্ট্রিটে এই বড় ধাক্কার অন্যতম কারণ, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোনও বিষয় বাজেটে উল্লেখ না থাকা। বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ঘোষণা করেছেন, ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে কোন কড় দিতে হবে না।
কিন্তু যারা নতুন হারে কর দিচ্ছেন তারা এই ছাড় পাবেন না। তিনি আরও বলেন, সহজ কড়া হবে আয়কর আইনকে। কিন্তু, অর্থবিদদের মতে, আয়করে জটিলতা আয়কর আরও জটিল হয়েছে এই বাজেট অধিবেশনের ফলে। ৩০টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানির শেয়ার পড়েছে।
শেয়ার কেনাবেচাতেও প্রভাব পড়েছে প্রত্যশক্ষভাবে।
প্রভাব পড়েছে শেয়ার কেনাবেচাতে। ধনীদের একটা বড় সংখ্যা সঞ্চয় করার জন্য শেয়ার মার্কেটে টাকা খাটান। দালাল স্ট্রিটে এই বড় ধাক্কার অন্যতম কারণ, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোনও বিষয় বাজেটে উল্লেখ না থাকা। বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ঘোষণা করেছেন, ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে কোন কড় দিতে হবে না।

No comments