Header Ads

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে তে হোয়াইটওয়াশ বিরাটের ভারত

নজরবন্দি ব্যুরোঃ কেএল রাহুলের লড়াকু সেঞ্চুরি, চাহলের ভেলকি স্বত্বেও একদিনের সিরিজে হোয়াইটওয়াশ আটকাতে পারল না বিরাট কোহলির দল। বিশ্বকাপের সেমি ফাইনালের পর থেকে একদিনের ক্রিকেটে কিউইদের এখনও হারাতে পারেনি টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই হেরে গিয়েছিল ভারত। মঙ্গলবারের মাউন্ট মাউঙ্গানুইয়ের শেষ ওয়ানডে ম্যাচ ভারতের কাছে ছিল সম্মানরক্ষার। সেই ম্যাচেও ভারতকে পাঁচ উইকেটে হারাল নিউজিল্যান্ড।চোটের জন্য বাদ পড়েছিলেন রোহিত শর্মা।
একই কারণে দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানেরও। আবার চোট সারিয়ে দলে ফিরে সেভাবে ঝলসে উঠতে দেখা যায়নি জশপ্রীত বুমরাহকেও। এমন পরিস্থিতিতে কোহলির অস্ত্র ছিল তরুণ ব্রিগেড। ওয়ানডে-তে আনকোড়া পৃথ্বী শ এবং মায়াঙ্ক আগরওয়ালকেই এগিয়ে দিতে হয়েছিল কিউয়ি পেসের সামনে। এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে ফল যা হওয়ার তাই হল। মঙ্গলবার বে ওভালে পৃথ্বী ৪০ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। মিডল অর্ডার সাজাতে আবার রাহুল-মণীশ-কেদার-শ্রেয়সকে ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগান কোহলি। রাহুল নিঃসন্দেহে এই সিরিজের বড় প্রাপ্তি। চার নম্বরে পাকাপাকি জায়গা করে নিলেন শ্রেয়সও। কিন্তু বাকিরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারলেন না। ক্যাপ্টেন কোহলি নিজেও চূড়ান্ত ব্যর্থ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.