Header Ads

পুরভোট নিয়ে আলোচনার জন্য তিন জেলাশাসককে ডেকে পাঠালেন নির্বাচন কমিশনার

নজরবন্দি ব্যুরোঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে পুরভোট কার্যত রাজনৈতিক দলগুলির কাছে সেমিফাইনাল। তাই সব রাজনৈতিক দলগুলি নিজেদের সব শক্তি দিয়ে ঝাপিয়ে পড়তে চাইছে পুরভোটের প্রচারে। এপ্রিল মাসের মধ্যেই পুরভোট সেরে ফেলার জন্য চেষ্টা করছে রাজ্য। ১২ই এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করার পরিকল্পনা রয়েছে। ২৬ ও ২৭ তারিখে অন্যান্য পুরসভা গুলিতে ভোট হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনারের কাছে। তবে ব্যারাকপুরের আট পুরসভার এখনই ভোটের কোনো খবর নেই। ইতিমধ্যেই দুটি দিন ঠিক করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে নবান্ন। এই আবহেই ৩ জেলাশাসককে ডেকে পাঠালেন নির্বাচন কমিশনার। উত্তর ২৪ পরগনা কলকাতা ও হাওড়া জেলার জেলাশাসক ডেকে পাঠানো হয়েছে।
যেহেতু এখন কলকাতার জেলাশাসক নেই তাই কলকাতা পুরসভার দায়িত্বে থাকা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক দেখা করবেন নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে। দেড় মাসের মধ্যেই তিন জেলার পুরসভা গুলিতে ভোট হতে পারে। ভোট শুরুর আগেই ভোটের প্রস্তুতি নিয়ে তিন জেলাশাসক এর সঙ্গে আলোচনা করার জন্যই ডেকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনার। আপাতত তিন জেলা শাসককে নিয়ে এই বৈঠক করা হলেও অন্যান্য জেলাশাসকদেরও পরে ডেকে পাঠাবেন নির্বাচন কমিশনার। তবে ঠিক কবে কোন কোন পৌরসভায় ভোট হচ্ছে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি নির্বাচন কমিশনার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.