Header Ads

নদীর ধার থেকে দুই মহিলার জলন্ত দেহ উদ্ধার নিয়ে রহস্য।

নজরবন্দি ব্যুরো: মেদিনীপুরের হলদিয়ায় দুই মহিলার জ্বলন্ত দেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হলদিয়ার ঝিকুরখালিতে নদীর ধারে দুটি জলন্ত দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দুর্গাচক থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং জল দিয়ে দেহদুটি নেভায়, পুলিশের বক্তব্য দেহদুটিকে এমন ভাবে পড়ানো হয়েছে যাতে মহিলা না পুরুষ সেটা শনাক্ত করা না যায়। যেখানে পোড়ানো হয়েছিল সেখানে মাটিও খোড়া হয়েছিল তার মানে দেহটাকে পুড়িয়ে কবর দেওয়ার ব্যবস্থা করে দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর মহিলাদের অন্যত্র খুন করে এখানে এনে জ্বালিয়ে দেওয়া হয়েছে।আপাতত মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.