নজরবন্দি ব্যুরো :শিক্ষাক্ষেত্রে বিপুল আর্থিক বরাদ্দের ঘোষণা করা হল বাজেটে। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন এবং আধুনিকতার জন্য ৯৯ হাজার ৩০০ কোটি টাকার বরাদ্দের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একই সাথে শিক্ষাক্ষেত্রে বিদেশীবিনিয়োগের কথাও তিনি ঘোষণা করেন। শিষ্যক্ষেত্র কে ঢেলে সাজানোর জন্য ৯৯ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দের কথা বলেছেন অর্থমন্ত্রী। এই টাকা মধ্যে ৩০০০ কোটি টাকা স্কিল ডেভলপমেন্টের জন্য বরাদ্দ করা হয়েছে।
এই বাজেট অধিবেশনে দেশের শিক্ষা ক্ষেত্রে নতুন নীতি প্রণয়নের কথা ঘসনা করলেন অর্থমন্ত্রী। নতুন শিক্ষা নীতি যে আসতে চলেছে তা নিয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। বাজেট অধিবেশনের দিন আনুষ্ঠানিক ভাবে নীতিটি ঘোষণা করা হল। দেশের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন তা আগেই জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।দেশবাসী কে উচ্চশিক্ষায় শিক্ষিত করার উৎসাহের জন্য ১৫০ টি উচ্চশিক্ষা কেন্দ্র খোলার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। পিপিপি মডেলে শিক্ষাকেন্দ্র তৈরী করা হবে।
২০২১ থেকে ছাত্রছাত্রীরা এই শিক্ষাক্ষেত্রের সুবিধা পাবেন। পুরসভা গুলিকে স্থানীয় ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ দেওয়া হবে বলে জানান হয়েছে। তাছাড়া অনলাইনে স্নাতকস্তরে কোর্স চালু হবে। দেশের বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বিদেশে রয়েছে শিক্ষক ,নার্স ,প্যারামেডিকেলের বিপুল চাকরির সুবিধা। সেই জন্যই এদেশে ডেভলপমেন্ট শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এশিয়া ও আফ্রিকার পড়ুয়ারা এইবার ভারতের স্যাট পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এবারে বৃত্তিমূলক শিখায় বিশেষ জোর দেওয়া হবে। পিপিপি মডেল বেশি করে মেডিকেল কলেজ গুলিতে তৈরী করা হবে। শিক্ষার জন্য এসবিআইয়ের কাছ থেকে ঋণ বাড়ানোর অনুরোধ ও করা হয়েছে।
No comments