পরপর দু ম্যাচে জয়, দুর্দান্ত কামব্যাক লাল-হলুদের
নজরবন্দি ব্যুরোঃ এক গোলে পিছিয়েও দুর্দান্ত কামব্যাক ঘটল ইস্টবেঙ্গলের। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টিআরএইউ এফসি-কে ৪-২ গোলে হারিয়ে লিগ তালিকার চতুর্খ স্থানে উঠে এল লাল হলুদ শিবির। ১৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৮। অন্যদিকে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে টিআরএইউ এফসি। এদিন খেলার ১৮ মিনিটেই এমেকার গোলে এগিয়ে যায় ট্রাউ এফসি। প্রথমার্ধে দাঁত ফোটাতে পারেনি ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরার ফুটবলাররা। কিন্তু বিরতির পরই কোনও এক অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায় আমুল বদলে যায় দলের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে গোল করে সমতা ফেরায় হাইমে কোলাডো। এরপর ৬৭ মিনিটে গোল করেন মিডিও কাশিম আইদারা এবং দুমিনিট পরই গোল করেন ব্র্যান্ডন।
এরপর ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি পায় লাল হলুদ, সেখান থেকে গোল করতে ভোলেনি মার্কোস এসপারা। খেলার শেষ দিকে পেনাল্টি পায় ট্রাউ, গোল করে ব্যবধান কমায় উচে। কিন্তু ততক্ষণে ম্যাচে চালকের আসনে বসে গিয়েছে ইস্টবেঙ্গল। পরপর হারের জেরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। শতবর্ষে ক্লাবের শোচনীয় হাল দেখে হতাশায় ডুবেছিলেন কর্তা-সমর্থকরা। তার মধ্যে গোদের উপর বিষফোড়ার মতো কাটসুমি ইস্যুতে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের খারাপ সময়ে আই লিগে ঘুরে দাঁড়ানোর জন্য চাই স্রেফ জয়। সেই মন্ত্রেই বলিয়ান হয়ে আগের দিন ইন্ডিয়ান অ্যারোজ এবং এদিন ট্রাউ এফসি, পরপর দুটি অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। সবচেয়ে বড় কথা পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসে লাল-হলুদ শিবির।

No comments