Header Ads

দিল্লির হিংসা নিয়ে সরকারকে ফের কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট।


নজরবন্দি ব্যুরো:দিল্লির ঘটনা নিয়ে মামলা দায়ের হয় আদালতে। ওই গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। সওয়াল জবাবের সময়ে আদালতের তরফে বলা হয়, ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না।
আদালতের চোখের সামনে তো নয়ই। এই সময়ে নাগরিকদের জেড পর্যায়ের নিরাপত্তা দেওয়া উচিত।
উল্লেখ্য, ইতিমধ্যেই রাজধানীর হিংসার ঘটনা নিয়ে চিন্তায় গোটা দেশ। ইতিমধ্যে এই ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহতদের মধ্যে রয়েছেন দিল্লি পুলিশের এক কনস্টেবল ও এক আইবি অফিসার।
বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি অনুপ জে ভাম্বানির বেঞ্চে সওয়াল করেন সরকারি আইনজীবী। যদিও এদিন আদালতে জানান হয় দিল্লি হিংসায় মৃত্যু হয়েছে ১৭ জনের। মৃত্যু হয়েছে এক আইবি অফিসারের। ওই কথা শুনে বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, রাজধানীর এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী উচিত অশান্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সাহস দেওয়া। এখনই মানুষের কাছে যাওয়ার সময়। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.