Header Ads

আজই চার হাত এক হচ্ছে ক্রিকেটার সৌম্য সরকারের

নজরবন্দি ব্যুরো :বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। প্রেমিকা পূজা কে তিনি বিয়ে করছেন আজ। তাঁদের প্রেমের পরিণতি লাভ করবে আজ। নিজের প্রেমিকা ও হবু বউ প্রিয়ন্তি দেবনাথ কে পাশে বসে তাঁদের সম্পর্কের কথা ভাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য।

আর সেই ভিডিওটি সৌম নিজে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। ভিডিওটিতে সৌম তাঁর ও পূজার প্রেমে কথা বলেন। সৌম পূজা কে প্রেমের প্রস্তাব দেওয়ার সময়ে পূজা কে বোন বলেছিল। আর সেই প্রেমের প্রস্তাব সৌম পূজা কে দেন ভোর ৪ তে ১৬ তে। পূজার ক্রিকেট নিয়ে ছিল খুবই কম ধারণা। তাই খেলা নিয়ে সৌম্যের সাথে পূজার তেমন কথা হত না। এছাড়া তাঁরা প্রেম করতেন চিঠি লিখে। সৌম্যের সম্পকে পূজা বলেন, সৌম্য খুব মিষ্টি ছেলে। তাঁদের ঝগড়া বেশিক্ষন থাকে না। অল্পেই সব ঠিক হয়ে যায়। এছাড়া পূজা জানান লিপস্টিক তাঁর খুব পছন্দের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.