জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার
নজরবন্দি ব্যুরোঃ সাতসকালে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের দেবীপুরে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে। পরে খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে মৃত আবু তাহের লস্কর মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন তাহের। এরপর রাতে আর বাড়িতে ফেরেন নি। এরপর শনিবার সকালে এলাকার এক যুবক রাস্তার ধারে রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর চাউর হতেই ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়।
পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত তাহেরের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মৃতের পরিবার খুনের অভিযোগ করলেও খুন নাকি আত্মহত্যা তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন তাহের। এরপর রাতে আর বাড়িতে ফেরেন নি। এরপর শনিবার সকালে এলাকার এক যুবক রাস্তার ধারে রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর চাউর হতেই ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানায়।

No comments