বুঝতে পারছেন না প্রেমে পড়েছেন কী না ? এই বিষয় গুলি লক্ষ করুণ।
নজরবন্দি ব্যুরো :ভালোবাসার দিবস উদযাপনে বাকি মাত্র ৭ দিন। কিন্তু অনেকেই ভাবছেন এবার প্রিয় মানুষটি কে বলেই ফেলবো নিজের মনের কথা। কিন্তু বলে আর উঠতে পারছেন না। হয়তো নিজেই ঠিক করতে পারছেন না এই ভালোবাসা নাকি ভালোলাগা। এবার দেখুন তো নিচে কয়েকটি লক্ষণ দেওয়া হল দেখুন তা আপনাদের এই ভালোলাগা ভালোবাসার দ্বন্ধ মেটাচ্ছে কি না।
১.ব্যাস্ত জীবনে কর্মচাপেও যদি কাউর জন্য অফিস কামাই করেন তার মানে এক্কেবারে আপনি তাঁর প্রিয়মে পড়েছেন।
২.কেউ বকলে মানে ধরুন কলেজের স্যার বা অফিসের বসের বকুনি খেয়েও যদি আপনার তাঁর চোখে চোখ রেখে মন জুড়িয়ে যায় তাহলে আপনি প্রেমে পড়েছেন।
৩.তাঁর ফোন এলে যদি আপনার অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি কেটে যায় তাহলে আপনি তাঁর প্রেমে পড়েছেন।
৪.তাঁর সব কিছুই যদি 'পারফেক্ট' মনে হয় তাহলে আপনি তাঁর প্রেমে পড়েছেন।
৫. যদি তাঁর সাথে দেখা করার আনন্দে আপনি আপনার প্রিয় জামাটা পড়ে ফেলেন তার মানে তাঁর প্রেমে পড়েছেন।
৬.তার এসএমএস এর শব্দে যদি মনে বেহালা বাজে তাহলে তাঁর প্রেমে পরে আপনি হাবুডুবু খাচ্ছেন।
কি তাহলে সবটা বোঝা গেল। এই অনুভূতি গুলো হলে। তাকে তাড়াতাড়ি বলে ফেলুন। ভালোবাসার দিবসটি তাঁর সাথে ভালো করে উদযাপন করুন।
১.ব্যাস্ত জীবনে কর্মচাপেও যদি কাউর জন্য অফিস কামাই করেন তার মানে এক্কেবারে আপনি তাঁর প্রিয়মে পড়েছেন।
২.কেউ বকলে মানে ধরুন কলেজের স্যার বা অফিসের বসের বকুনি খেয়েও যদি আপনার তাঁর চোখে চোখ রেখে মন জুড়িয়ে যায় তাহলে আপনি প্রেমে পড়েছেন।
৩.তাঁর ফোন এলে যদি আপনার অবসাদ, ক্লান্তি, একঘেয়েমি কেটে যায় তাহলে আপনি তাঁর প্রেমে পড়েছেন।
৪.তাঁর সব কিছুই যদি 'পারফেক্ট' মনে হয় তাহলে আপনি তাঁর প্রেমে পড়েছেন।
৫. যদি তাঁর সাথে দেখা করার আনন্দে আপনি আপনার প্রিয় জামাটা পড়ে ফেলেন তার মানে তাঁর প্রেমে পড়েছেন।
৬.তার এসএমএস এর শব্দে যদি মনে বেহালা বাজে তাহলে তাঁর প্রেমে পরে আপনি হাবুডুবু খাচ্ছেন।

No comments