আবারও বড়পর্দায় ‘বান্টি অর বাবলি ২’
বান্টি অর বাবলি ২ এর সিক্যুয়েলে রানি মুখার্জি রয়েছেন। অভিষেক নেই তার বদলে আছেন সইফ আলি খান।ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে ছবির পোস্টার। পার্ট ১ কে মাথায় রেখে এই ছবি তৈরী হয়েছে। বান্টি অর বাবলি ২ এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৬ জুন। সিদ্ধান্ত চতুর্বেদী গতকালই এই ছবির পোস্টার টুইট করেন।
No comments