সৌরভের মস্তিস্ক প্রসূত 'অল-স্টার ম্যাচ' বাতিলের পথে!
নজরবন্দি ব্যুরঃ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মাথা থেকে বেরিয়েছিল আই পি এল-র আগে সব দল নিয়ে ২টি দল তৈরি করে ১ টি ম্যাচ খেলানোর টুর্নামেন্ট সুরু হবার আগে। আর সেখান থেকে যে টাকা আসবে তা কন সমাজসেবা মুলক কাজে লাগানো কিন্তু সেই ম্যাচ নিয়ে সুরু হয়েছে অনিশ্চয়তা। সুত্রের খবর অল-স্টার ম্যাচটি বাতিল হতে চলেছে। বা আইপি এল এর পর হবে। কিন্তু কেন হচ্ছে না অল-স্টার ম্যাচ? অল-স্টার ম্যাচ না হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমতঃ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি প্রকাশ্যে এই ম্যাচের কথা বললেও ফ্র্যাঞ্চাইজি দল গুলোকে এই নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।
আর দ্বিতীয়তঃ আইপিএল শুরুর আগে অল-স্টার ম্যাচ খেলতে গিয়ে কোনও ক্রিকেটারের চোট লাগুক সেটাও চাইছে না ফ্র্যাঞ্চাইজি দলগুলো। দক্ষিণের এক ফ্র্যাঞ্চাইজি কর্তার কথায়, "অল-স্টার ম্যাচ আইপিএল শুরুর আগে অন্তত হবে না। " ২৯ মার্চ শুরু আইপিএল। সেক্ষেত্রে আইপিএল শেষে অল-স্টার ম্য়াচ হতেও পারে।
No comments