Header Ads

২০২০ রাজ্য বাজেট, একনজরে দেখে নিন

নজরবন্দি ব্যুরো: আজ বিধানসভায় ২০২০-২০২১ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
এই প্রকল্পে ৫০০কোটি টাকা বরাদ্দ। তফশিলি উপজাতিদের জন্য নয়া 'জয় জহর প্রকল্প', বরাদ্দ ৫০০কোটি টাকা।
তফশিলি জাতি জন্য নতুন প্রকল্প 'বন্ধু প্রকল্প', বরাদ্দ ২৫০০ কোটি টাকা। বাংলা দেশের মধ্যে মডেল। ২ লক্ষ ৪৩ হাজার ৪১৯ কোটি টাকা ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ। বড় শিল্পে ৪.৪৫ লাখ টাকার বিনিয়োগ প্রস্তাব ইতিমধ্যেই বাস্তবায়িত। ২২,২৬৭ কোটি বিদেশি বিনিয়োগ রাজ্যে।সমবায় ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হবে ঋণ।অসংগঠিত শ্রমিকদের প্রভিডেন্ড ফান্ডের ব্যবস্থা করবে সরকার।
রাজ্য সরকার নিজেই বহন করবে এর খরচ।বিনামূল্যে শ্রমিকদের জন্য সামাজিক যোজনা।আদিবাসীদের জন্য বার্ধক্য ভাতা।আগামী দুই বছরে রাজ্যে নতুন তিন বিশ্ববিদ্যালয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.