আর্টিস্ট ফোরামের নির্বাচনেও বজায় থাকলো সবুজের রমরমা,সহ সভাপতি হলেন শঙ্কর চক্রবর্তী
নজরবন্দি ব্যুরো :কালই আর্টিস্ট ফোরামের ভোট নির্বাচন হয়েছে। তৃণমূলের সময় থেকেই টলিপাড়ায় রাজনীতির প্রবেশ হয়েছে। যারা আর্টিস্ট ফোরামের নির্বাচনে দাঁড়িয়েছেন তাঁদের সকলকেই আমরা রুপোলি পর্দায় দেখে অভ্যস্থ। ইতিমধ্যে আর্টিস্ট ফোরামেও আসতে চাইছে বিজেপি। বিজেপির প্রভাবও ধীরে ধীরে বাড়ছে টালিগঞ্জ ষ্টুডিওপাড়ায়।
সভাপতি পদে সবার মতে নির্বাচিত হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গণতান্ত্রিক নিয়ম মেনেই গোপন ব্যাটেলে ভোট দানের পদ্ধতি চলে। ভোটগণনা শেষ হতে বেশ রাত হয়। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি খুবই পেছনে। সভাপতি পদে প্রার্থীরা ছিলেন শঙ্কর চক্রবর্তী, ভরত কল, অঞ্জনা বসু ও পার্থসারথী দেব.তিন জন কে হারিয়ে এই পদে জিতলেন শঙ্কর চক্রবর্তী।পাশাপাশি সহ সভাপরি পদে জয়ী হলেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাধারণ সম্পাদক হলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সহ সম্পাদক হলেন রানা মিত্র ও দেবদূত ঘোষ। যুগ্ম সম্পাদক হলেন শান্তিলাল মুখোপাধ্যায় ও সপ্তর্ষি রায়। কার্যকরী দীর্ঘ দু বছর ধরে সভাপতি পদে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু তিনি পদত্যাগ করেন। সেই কারণেই এই নির্বাচন করা হল।
সভাপতি পদে সবার মতে নির্বাচিত হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গণতান্ত্রিক নিয়ম মেনেই গোপন ব্যাটেলে ভোট দানের পদ্ধতি চলে। ভোটগণনা শেষ হতে বেশ রাত হয়। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি খুবই পেছনে। সভাপতি পদে প্রার্থীরা ছিলেন শঙ্কর চক্রবর্তী, ভরত কল, অঞ্জনা বসু ও পার্থসারথী দেব.তিন জন কে হারিয়ে এই পদে জিতলেন শঙ্কর চক্রবর্তী।পাশাপাশি সহ সভাপরি পদে জয়ী হলেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাধারণ সম্পাদক হলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সহ সম্পাদক হলেন রানা মিত্র ও দেবদূত ঘোষ। যুগ্ম সম্পাদক হলেন শান্তিলাল মুখোপাধ্যায় ও সপ্তর্ষি রায়। কার্যকরী দীর্ঘ দু বছর ধরে সভাপতি পদে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু তিনি পদত্যাগ করেন। সেই কারণেই এই নির্বাচন করা হল।

No comments