Header Ads

দুর্গাপুরের শুটআউটের ঘটনায় চাঞ্চল্য!

নজরবন্দি ব্যুরো: এদিন শুটআউটের ঘটনা ঘটল দুর্গাপুরে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইস্পাতনগরীতে। এই ঘটনাটি ঘটেছে মোহন কুমারমঙ্গলম পার্কে। এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ।
প্রাণ বাঁচাতে পার্কের মধ্যে একটি রেস্তরাঁয় লুকিয়ে পড়েন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর গুলির খোল। তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার সূত্রপাত পার্কের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে। এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। রবিবার এই পার্কটিতে তৃণমূল নেতৃত্বের তরফে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যেখানে নেতা-মন্ত্রীরাও হাজির থাকতেন। তার প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর নাগাদ পার্কে প্যান্ডেল বাঁধতে যান কিছু কর্মী। অভিযোগ, সেসময় তাঁদের বাধা দেন লিজ নেওয়া পার্কের ওই রেস্তরাঁর মালিক দেবাশিস রায়, যিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। তিনি বলেন, "আমার অনুমতি ছাড়াই এই পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি আপত্তি করেছিলাম। বলেছিলাম, এত ছোট পার্কে কীভাবে নেতা-মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্ভব?
কিন্তু কেউ আমার কথা কানে তোলেনি।"
এলাকা সূত্রে আরও জানা গিয়েছে, এদিন দেবাশিসবাবু কাজে বাধা দিলে, বেশকিছু সমর্থকদের নিয়ে পার্কে চড়াও হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ। এই সময়ে দেবাশিসবাবুর সহযোগী, আরেক বিজেপি কর্মী অতুল বাগদিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। তিনি প্রাণ বাঁচাতে বন্ধু দেবাশিসের রেস্তরাঁয় ঢুকে পড়েন। সেখানে ঢুকেই ভাঙচুর করে তৃণমূলের লোকজন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.