শিবরাত্রি উদযাপন করলেন অভিনেতা হৃত্ত্বিক রোশন ,ছবি ভাইরাল
তাঁর পরিবারের শিবরাত্রি উদযাপনের ছবি পোস্ট হল সোশ্যাল মিডিয়ায়। বাড়িতেই হল পুজো। অন্যদের মত সমস্ত আচার মেনেই হৃত্ত্বিক ও করলেন পূজো।
হৃত্ত্বিকের তাঁর স্ত্রী সুজানের সাথে বিচ্ছেদের পরেও ছুটির কাটাতে বা অনুষ্ঠানে সুজান কে দেখা যায় তাঁদের সাথে।
ইতোমধ্যেই সুপার ৩০ ছবির জন্য দাদাসাহেব পুরস্কার পেলেন হৃত্ত্বিক।





No comments