দিল্লির হিংসায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে: কেজরিওয়াল
নজরবন্দি ব্যুরো: উত্তপ্ত দিল্লি। বেশ কয়েক দিন ধরে দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধী পক্ষের সংঘর্ষ চলছে। অভিযোগ, পাল্টা অভিযোগের পালা এখনও চলছে।
এই রকম সময়ে এই হিংসা নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল। দিল্লির হিংসায় আম আদমি পার্টির কেউ জড়িত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, 'আমার দলের কেউ জড়িত থাকলে দ্বিগুণ সাজা দিন।' পাশাপাশি দিল্লির হিংসায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দিল্লির হিংসা নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, হিন্দু ও মুসলমান সবাই এই হিংসার আগুনে জ্বলছেন। এর সঙ্গে মৃতদের পরিবারের জন্য তিনি ক্ষতিপূরণও ঘোষণা করেন।
সেইসঙ্গে, আহতদের হাসপাতালে দিল্লি সরকারের তরফে বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে বলেও দাবি করেন কেজরিওয়াল। তিনি জানান, নিহতদের পরিবারকে ১০ লক্ষ ক্ষতিপূরণ দেবে দিল্লি সরকার। একই সঙ্গে নাবালক কারও মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের ২০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। তাণ্ডবের যেরে যাঁদের রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ২৫ হাজার এবং ই-রিকশার জন্য ৫০ হাজার, যারা বাড়ি হারিয়েছে তাঁদের পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। এ ছাড়া দোকান পুড়ে গেলেও পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার।
এই রকম সময়ে এই হিংসা নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল। দিল্লির হিংসায় আম আদমি পার্টির কেউ জড়িত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, 'আমার দলের কেউ জড়িত থাকলে দ্বিগুণ সাজা দিন।' পাশাপাশি দিল্লির হিংসায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দিল্লির হিংসা নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, হিন্দু ও মুসলমান সবাই এই হিংসার আগুনে জ্বলছেন। এর সঙ্গে মৃতদের পরিবারের জন্য তিনি ক্ষতিপূরণও ঘোষণা করেন।

No comments