Header Ads

২০২০ বাজেটে কৃষকদের ওপর আলাদা গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার

নজরবন্দি ব্যুরোঃ সাংসদে পেশ হল ২০২০ কেন্দ্রীয় বাজেট। বাজেট ঘোষণার শুরুতেই ছিল কৃষকদের কথা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন ২০২২ সাল নাগাদ দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধ পরিকর মোদী সরকার। ৬.১১ কোটি কৃষককে অন্তর্ভুক্ত কড়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে , এবং কৃষকরা সকলেই যাতে সোলার সাহায্য নিতে পারেন তার জন্য তারা পাবেন কেন্দ্র সরকারের সাহায্য।
অর্থমন্ত্রী জানিয়েছেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে চায় সরকার আর ১৬ দফা কর্ম পরিকল্পনার কথা জানিইয়ে তিনি বলেন কৃষকরা যাতে তাঁদের জমিতে সোলার পাওয়ার ইউনিট গড়ে তুলতে পারে তাঁর জন্য উৎসাহিত করবে সরকার। তিনি জানিয়েছেন, সরকার উপযুক্ত সার ও জল দিয়ে কৃষকদের সাহায্য করতে চায়।
পচনশীল বস্তুর জন্য পর্যাপ্ত হিমঘরের ব্যবস্থাও থাকবে এবং এই প্রক্রিয়ায় সাহায্য করবে ভারতীয় রেল । তৈরি করা হবে পিপিপি মডেলে কিষাণ রেল। যার সাহায্যে বস্তু খুব তাড়াতাড়ি দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব হবে। এমনকি কৃষি উড়ানেরও ব্যবস্থাও থাকবে কৃষকদের জন্য। হর্টিকালচারের উপরেও গুরুত্ব দেওয়া হবে। তাছারা জৈবিক খেতির অললাইন প্রোজেক্টের উপরেও পর্যাপ্ত নজর দেওয়া হবে। তাঁর জন্য নির্ধারিত বাজেট ৬৯ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের শেষে জানিয়েছেন ২০২০-২১ পর্যন্ত ১৫ লক্ষ কোটি টাকার এগ্রি ক্রেডিট টার্গেট রাখা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.