Header Ads

একটা থাপ্পড়ের জন্য তাপসি ছেড়ে দিল তার জীবনসঙ্গী কে!

নজরবন্দি ব্যুরো: বলিউডের একজন ট্যালেন্টেড অভিনেত্রী তাপসি পান্নু।তাঁর অভিনিত 'পিঙ্ক', 'মুল্ক','নাম শাবানা' ইত্যাদি ছবি তে তিনি অভিনয় দক্ষতার প্রনাম দিয়েছেন দর্শকদের।এইবার তাপসি দর্শকদের উপহার নিতে চলেছে তাঁর নতুন ছবি 'থাপ্পড়'।ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে থাপ্পড়ের ট্রেলার। ট্রেলারে দেখা গেল তাপসি কে একজন গৃহবধূর ভুমিকায়।
ছবিতে তাপসির চরিত্রের নাম অমৃতা। সংসার আর স্বামী নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন তিনি।এক কথায় বলা যায় স্বামী আর সংসারই তাঁর জীবন। কিন্তু সেই সংসার একটি ঘটনায় জন্য এক মুহুর্তে ভেঙে চুরমার হয়ে গেল।স্বামীর অফিস পার্টিতে স্বামীর বন্ধুদের সামনে অমৃতার স্বামী আচমকাই তাঁর গালে একটি থাপ্পড় মারে। এই ঘটনাই ভেঙে দেয় তাঁর মন।এরপরই ঘর ভাঙার সিদ্ধান্ত নেয় অমৃতা।তিনি আর কোন ভাবেই তাঁর স্বামী সাথে থাকবেন না তা ঠিক করে নেন।'একটি থাপ্পড়ের জন্য আম্মু কেন সংসার ভাঙছে?' এই প্রশ্নটি বারবার উঠে আসছে।
কিন্তু অমৃতা মানতে নারাজ।তিনি বারবার বলেন একটি থাপ্পড় হলেও স্বামী কেন তাঁর গায়ে হাত তুলবেন।তাঁর বাবা মা শাশুড়ি সবাই বোঝায় সম্পর্ক ঠিক করারা জন্য। কিন্তু নিজের আত্মসন্মানে জন্য তিনি সম্পর্ক ঠিক করতে পারছিলেন না। কিন্তু শেষে পর্যন্ত অমৃতা কি সিদ্ধান্ত নেবে তার জন্য ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষায় করতে হবে।কারণ 'থাপ্পড়' মুক্তি পাচ্ছে ২৮ শে ফেব্রুয়ারি।তাপসি ছাড়া এই ছবিতে অভিনয় করছেন রত্না পাঠক, দিয়া মির্জা, রাম কাপুর,মানব কল এর মত অভিনেতা অভিনেত্রীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.