Header Ads

রাজ্যের বাজেট অধিবেশনের আগেই পুর্ণাঙ্গ বাজেট দেখতে চাইলেন রাজ্যপাল ধনখড়!

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের বাজেট অধিবেশন পর্ব শেষ হয়েছে কয়েকদিন আগেই। এবার পালা রাজ্যের বাজেট অধিবেশনের। তার আগেই বাজেটের পুর্ন তালিকা দেখতে চাইলেন রাজ্যপাল। এর আগে রাজ্যপাল বাজেট অধিবেশনের ভাষণের খসড়ার পরিবর্তনের আর্জি করেছিলেন। যদিও রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে বাজেট গোপন নথি। তাই বাজেট অধিবেশনের আগে তা রাজ্যপাল কে দেখানো সম্ভব না।
পরিষদীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজভবনে গিয়েছিলেন । রাজ্যপাল তাঁর কাছে বাজেটে প্রকল্পের অর্থ সংস্থান সহ গোটা বাজেটই দেখতে চান। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেট হল গোপন নথি। বাজেট অপেশের আগে তা দেখানো যায় না। এমনকি মন্ত্রী সভাতেও তা দেখানো যায় না। তাই রাজ্যপাললেও তা দেখানো সম্ভব নয়। রাজভবন থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, আগে রোজ আসতাম রাজভবনে। এখন তা সম্ভব হয় না সময়ের অভাবে। কিন্তু, পরিষদীয় মন্ত্রী হিসেবে একটা কর্তব্য আছে। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। তার আগে প্রথা মাফিক রাজ্যপাল ভাষণ দেন।
তাঁকে এই বিষয়ে জানানো টা আমার কর্তব্য।
পার্থ চট্টোপাধ্যায়ের পর মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যসচিব রাজীব সিনহা ও রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব তথা রাজ্যপালের সচিব সতীশচন্দ্র তিওয়ারি। সূত্রের খবর, রাজ্যপালের সাথে রাজীব সিনহা ও সতীশচন্দ্র তিওয়ারি প্রায় দু’ঘন্টা বৈঠক চলে। সেই বৈঠকে রাজ্যপাল মুখ্যসচিবকে জানান তিনি বিধানসভায় ভাষণের খসড়ায় কিছু পরিবর্তন করতে চান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.