৮ দিনের জন্য শিয়ালদহ মেইনে বাতিল ৩০০ লোকাল ট্রেন! জেনে নিন কোনগুলি।
নজরবন্দি ব্যুরোঃ শিয়ালদহ মেইন শাখায় বাতিল করা হচ্ছে অসংখ্য ট্রেন যার মধ্যে প্রায় ৩০০ টি লোকাল ট্রেন। ফলে চরম দূর্ভোগের মুখে পড়তে চলেছেন সাধারন থেকে নিত্য যাত্রীরা। একটানা ৮দিন ধরে বন্ধ থাকবে ট্রেনগুলি ফলে টানা আট দিন দূর্ভোগ পোহাতে হবে নিত্য যাত্রীদের।
রেল সূত্রে খবর ১৮ই ফেব্রুয়ারিতে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষার আগেই কাজ সেরে ফেলতে চাইছেন তাঁরা। অটোমেটিক সিগন্যালিং এর কাজ হওয়ার জন্যেই বাতিল করা হচ্ছে এতগুলি ট্রেন কে। কলকাতায় একই সময়ে টালা ব্রিজ বন্ধ থাকায় নিত্য যাত্রীদের দূর্ভোগের অন্ত থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে,
আপ ও ডাউন মিলিয়ে বাতিল হচ্ছে ১৬৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল, ২৪টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৭৬টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, ১২টি শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ১২টি নৈহাটি-রানাঘাট লোকাল এই তথ্যের বাইরেও বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেন।
এক্সপ্রেসের মধ্যে বাতিল করা হচ্ছে গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-পটনা এক্সপ্রেস সহ কয়েকটি দূর পাল্লার ট্রেন।
রেল সূত্রে খবর ১৮ই ফেব্রুয়ারিতে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষার আগেই কাজ সেরে ফেলতে চাইছেন তাঁরা। অটোমেটিক সিগন্যালিং এর কাজ হওয়ার জন্যেই বাতিল করা হচ্ছে এতগুলি ট্রেন কে। কলকাতায় একই সময়ে টালা ব্রিজ বন্ধ থাকায় নিত্য যাত্রীদের দূর্ভোগের অন্ত থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে,
এক্সপ্রেসের মধ্যে বাতিল করা হচ্ছে গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-পটনা এক্সপ্রেস সহ কয়েকটি দূর পাল্লার ট্রেন।

No comments