Header Ads

করোনা আক্রান্ত ডায়মন্ড প্রিন্সেস থেকে দেশে ফিরলেন শতাধিক ভারতীয়!

নজরবন্দি ব্যুরোঃ গত ৬ ফেব্রুয়ারি থেকে জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে ছিল ডায়মন্ড প্রিন্সেস। জাহাজে যাত্রী ছিল ৩৭০০রও বেশি।  সেই যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নোভেল করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন সন্দেহ করা হয়। আর সেই সন্দেহেই ডায়মণ্ড প্রিন্সেস জাহাজকে কোয়ারেন্টাইনে রাখা হয়।
ফলে জাহাজের মধ্যে করোনা আবদ্ধ থাকলেও একের পর এক যাত্রীর শরীরে ছড়িয়ে পড়ে মারণ জীবাণু এই নোভেল করোনা ভাইরাস।
দূর্ভাগ্যক্রমে ডায়মন্ড প্রিন্সেসে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন ভারতীয়। সেখান থেকেই এসওএস মারফত তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠান তাঁদের উদ্ধার করার জন্যে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তাঁরা ছড়িয়েদেন তাঁদের উদ্ধার করার আবেদন।সরকারি তরফে প্রাথমিকভাবে সাড়া না মিললেও, ভারতীয়দের সংখ্যা আক্রান্তদের তালিকায় ক্রমশ বাড়তে থাকায় হস্তক্ষেপ করে বিদেশমন্ত্রক। পরে ইয়োকোহামা বন্দরে আটকে থাকা ভারতীয় যাত্রীদের উদ্ধারে বায়ুসেনার চার্টার্ড বিমান পাঠানো হয়। আজ সকালেই দিল্লির বিমানবন্দরে নামলেন ১১৯ জন যাত্রী নিয়ে ফেরে ভারতীয় বায়ুসেনার চাটার্ড প্লেন। যাত্রীদের মধ্যে ৫ জন বিদেশিও রয়েছেন।
তবে ভারতীয়দের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছিলেন যে কয়েকজন, তাঁদের চিকিৎসার জন্যে রেখে আসা হয়েছে জাপানেই।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.