জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু, অধরা জঙ্গিরা
নজরবন্দি ব্যুরোঃ জঙ্গি ও সেনা-জওয়ানদের গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু। শুক্রবার ভোরে জম্মুর নাগরোটায় ঘটনাটি ঘটে। নিয়ম মাফিক টহলদারিতে বেরিয়েই জঙ্গি হামলার মুখে পড়েন সেনা জওয়ানরা। আচমকাই সেনাদের লক্ষ্য করে নাগাড়ে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সাথে সাথেই জবাব দেন সেনারা। শুরু হয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই। সেনা জওয়ানদের সঙ্গে পুলিশকর্মীরাও ছিলেন।
গুলিতে এক পুলিশকর্মীও আহত হন। এদিন ট্রাকে করেই নিরাপত্তারক্ষীরা নাগরোটায় পৌঁছলেই লুকিয়ে থাকা জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। নিরাপত্তারক্ষীরা যোগ্য জবাব দিলেই পিছু হটে জঙ্গিরা। তীব্র গোলাগুলির মাঝে পরপর দুটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরে নিরাপত্তারক্ষীদের টানা গুলিতে পালিয়ে যায় জঙ্গিরা।

No comments