Header Ads

ম্যাচ জিতে কি বললেন বিরাট?

নজরবন্দি ব্যুরোঃ ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনায়াসে জিতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সারপ্রাইজ প্যাকেজ কে হতে পারেন সেটা বলে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। খেলার শেষে তিনি এই জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, এই জয়ে ভীষণই খুশি আমি। আমরা এখন নিজেদের শক্তি বাড়াচ্ছি।যেটা দলের জন্য ভীষণই ভালো সংকেত। নভদীপ একদিনের সার্কিটেও এসেছে, ও আরো বেশি আত্মবিশ্বাস দেখাতে পারছে। ওর ইয়র্কার আর বাউন্সারে উইকেট নিতে দেখাটা দুর্দান্ত অভিজ্ঞতা।
বুমরাহকে ফিরতে দেখা যথেষ্ট ভালো লাগছে। আমার মনে হয় যে ও অস্ট্রেলিয়ায় জন্য আশ্চর্য প্যাকেজ হবে”।কুলদীপ যেমন বলকে দূরে নিয়ে যায়, তেমনি ওয়াশিংটন সুন্দরও করে। একজন অধিনায়ক হিসেবে আমার ৫এর বেশি বোলারের প্রয়োজন হয়। পিচ ভালো ছিল। আমরা ভালো বোলিং করেছি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.