নিজের আন্তজাতিক ফুটবল থেকে অবসর নিয়ে মুখ খুলেন সুনীল ছেত্রী
নজরবন্দি ব্যুরোঃ তিনি জাতীও ফুটবল দলের এখনও অবিচ্ছেদ্য অংশ। তিনি সুনীল ছেত্রী। ভারতীও ফুটবলের এক মহাতরকা। নীল জার্সি গায়ে ইতিমধ্যেই ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। গোল করেছেন ৭২ টা। পুনের গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে খেলাধূলা বিষয়ক এক প্রযুক্তির উদ্বোধনের পর এক সাংবাদিক সম্মেলনে তাঁর আন্তজাতিক ফুটবল থেকে অবসর নিয়ে প্রশ্নের উত্তরে ছেত্রী বলেন “আমি কেরিয়ারের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। দেশের হয়ে ইতিমধ্যেই ১১৫ ম্যাচ খেলা হয়ে গিয়েছে আমার তবে আরও ১০০টি ম্যাচ খেলা আমার পক্ষে সম্ভব নয়।
সুতরাং আমার মনে হয় আন্তর্জাতিক কেরিয়ারে আমি আর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাব না। তবে আমি কবে খেলা ছাড়ব সেটাও এখন ঠিক আমি জানি না। আমি খেলাটাকে ভীষণ ভালোবাসি”। এর পরেই এক সাংবাদিক তাঁকে তাঁর এনার্জি নিয়ে প্রশ্ন করেন তাঁর উত্তরে এই ৩৫ বছর বয়েসি ফুটবলার বলেন “আমি এখনও সমান এনার্জেটিক। তাই আমি যতটা সম্ভব এগিয়ে যেতে চাই। আমি জানি দেশের জার্সিতে আমার পক্ষে আরও ১০০ ম্যাচ খেলা সম্ভব নয়। তবে যতটা পারব খেলে যাব এবং সেরাটা দিয়ে যাব”।

No comments