Header Ads

কবে নিজের বৌমা নেহা কে ঘরে আনছেন উদিত নারায়ণ

নজরবন্দি ব্যুরো :সম্প্রতি বলিউডে গরম খবর নেহা কক্কর আর আদিত্য নারায়ণের প্রেম। এবার তাদের সম্পর্ক গড়ালো আরেক ধাপে। তাঁরা দুজন নাকি ভালোবাসার দিবস মানে ১৪ ই ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন।সম্প্রতি ইন্ডিয়ান আইডলে একটি প্রোমোতে দেখা যাচ্ছে উদিত পুত্র আদিত্য নারায়ণ নিজেই জানান ভালোবাসার দিবসে তিনি নেহা কে বিয়ে করতে চলেছেন।
 খবরটি সত্যি না গুজব তা নিয়ে কি বললেন আদিত্যর বাবা মানে উদিত নারায়ণ। তিনি বলেন নেহা খুবই মিষ্টি মেয়ে। ওকে ব্যাক্তিগত ভাবে আমি খুব পছন্দ করি। ও খুব সুন্দর গান গায়। আর ওর কেরিয়ারের এই কয়েকদিনের মধ্যেই ও সবার মনে জায়গা করে নিয়েছেনা। ছেলে ও নেহার বিয়ে নিয়ে তিনি বলেন ওরা ফেব্রুয়ারিতে বিয়ে করছে কি ,না সেটা আমি জানি না। কিন্তু ওরা যদি বিয়ে করে তাতে আমাদের কোন অসুবিধা নেই।ওরা জুটি বাঁধছে কিন্তু এটা পুরোপুরি ওদের ব্যক্তিগত ব্যাপার। তবে ওরা যদি বিয়ে করে তাহলে বেশ ভালোই হয় আমাদের পরিবারে আরেকজন গায়িকা যুক্ত হবে।
 বেশ খোলাখুলি ভাবে হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে চলে নেহা কাক্করের। কিন্তু গত বছরই তাঁর ব্রেকাআপ হয়ে যায়। আবার এই বছরেই আদিত্য নারায়ণের সাথে বিয়ের খবর। কিন্তু সত্যি কি তারা বিয়ের পিঁড়িতে বসছেন তা শুধু নেহা আর আদিত্যই জানেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.