সম্পর্কের টানাপোড়েনের জের, স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর
নজরবন্দি ব্যুরোঃ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রায় বিচ্ছেদের পথে। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে দুজনের। এরমাঝেই ভরন্ধ্যেয় স্ত্রীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বধূ। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত বধূর স্বামী সমীর চৌধুরী বারুইপুর মুক্তি সংঘ এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে সমীর চৌধুরীর সঙ্গে শুভশ্রী সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কারনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এরপরই আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন ওই দম্পতি। এরমাঝেই এদিন দক্ষিণেশ্বরে পুজো দিতে আসেন শুভশ্রী। স্ত্রীর পিছু নিতে নিতে ঠিক দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উপর আচমকা শুভশ্রীর পথ আটকায়। এরপর সবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে শুভশ্রীর মুখে আঘাত করতে থাকে। তাঁকে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্কাইওয়াকের উপর লুটিয়ে পড়েন শুভশ্রী। নিরাপত্তারক্ষীরা অভিযুক্ত সমীর চৌধুরীকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় শুভশ্রীকে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে সমীর চৌধুরীর সঙ্গে শুভশ্রী সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কারনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এরপরই আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন ওই দম্পতি। এরমাঝেই এদিন দক্ষিণেশ্বরে পুজো দিতে আসেন শুভশ্রী। স্ত্রীর পিছু নিতে নিতে ঠিক দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উপর আচমকা শুভশ্রীর পথ আটকায়। এরপর সবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে শুভশ্রীর মুখে আঘাত করতে থাকে। তাঁকে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় স্কাইওয়াকের উপর লুটিয়ে পড়েন শুভশ্রী। নিরাপত্তারক্ষীরা অভিযুক্ত সমীর চৌধুরীকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় শুভশ্রীকে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কোন মন্তব্য নেই