Header Ads

পদ্মভূষনে ভূষিত হলেন পন্ডিত অজয় চক্রবর্তী ,পদ্মশ্রীতে ভূষিত হলেন কঙ্গনা রানাওয়াত

নজরবন্দি ব্যুরো : প্রজাতন্ত্র দিবসের দিন নিয়ম মেনেই পদ্ম পুরস্কারে পুরস্কৃতদের তালিকা প্রকাশ করেছেন কেন্দ্র। ১৪১ জন পদ্ম পুরস্কারে ভূষিত হতে চলেছে। এর মধ্যে ৭ জন পাচ্ছেন পদ্মবিভূষণ। ১৬ জন পাচ্ছেন পদ্মভূষণ এবং ১১৮ জন পাচ্ছে পদ্মশ্রী। এবছর পদ্মভূষনে ভূষিত হচ্ছেন পন্ডিত অজয় চক্রবর্তী। ভারতীয় ধ্রুপদী সংগীতে তাঁর অবদান বৃহৎ।
 একইভাবে এখনো পর্যন্ত সংগীতদুনিয়ায় তার অবদান বর্তমান। তার সংগীতের প্রতি সম্মান ও ভালোবাসার দেখা তাঁর তৈরী দক্ষিণ কলকাতার শ্রুতিনন্দনে। ১৯৯৩ সালে তাঁর গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের অনুপ্রেরণায় তিনি গড়ে তোলেন এই শ্রুতিনন্দন।এই প্রতিষ্ঠানে জন্ম নিয়েছে বহু প্রতিভাবান। তাঁর জীবনের সংগীতের প্রথম গুরু তাঁর বাবা অজিত কুমার চক্রবর্তী।
এরপর তিনি তালিম নেন পান্নালাল সামন্ত ও কানাইদাস বৈরাগির কাছে। তাঁর অবদান রয়েছে দক্ষিণী সংগীতেও। ২০১১ সালে পদ্মশ্রীতে ভূষিত হন তিনি। বলিপাড়া পদ্মশ্রীতে ভূষিত হলেন বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত। তাঁর দারুন অভিনয় ক্ষমতার জন্য তিনি এই সম্মান পেলেন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.