পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মান পেতে চলেছেন পি ভি সিন্ধু ও মেরি কম
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রীড়াজগতে অসামান্য অবদানের জন্য এবছর পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মান পেতে চলেছেন পি ভি সিন্ধু ও মেরি কম। শনিবারই সরকারের তরফে ঘোষণা হয়েছে তাঁদের নাম। মহিলাদের বক্সিংয়ে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০১২ সালে লন্ডন অলিম্পিক্স থেকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদকপ্রাপ্ত মেরি বর্তমানে রাজ্যসভার সাংসদ। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে রুপো পাওয়া পি ভি সিন্ধু পেতে চলেছেন ।
এ ছাড়াও ১৮জন 'পদ্মশ্রী' প্রাপকের তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার জাহির খান, ভারতীয় মহিলা হকি দলের বর্তমান অধিনায়ক রানি রামপাল, প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক এম পি গণেশ, তিরন্দাজ জিতু রাই ও তরুণদীপ রাই, ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অইনাম বেমবেম দেবী। সম্মান পাওয়ার কথা শুনে সিন্ধু বলেছেন ‘এই সম্মান প্রাপ্তি খেলার ক্ষেত্রে আমাকে আরও অনুপ্রেরণা দেবে। এই অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রত্যাশা, চাপ আরও বাড়বে। সেই সঙ্গে এই সম্মান বাড়তি মোটিভেশন’।
এ ছাড়াও ১৮জন 'পদ্মশ্রী' প্রাপকের তালিকায় রয়েছেন প্রাক্তন ক্রিকেটার জাহির খান, ভারতীয় মহিলা হকি দলের বর্তমান অধিনায়ক রানি রামপাল, প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক এম পি গণেশ, তিরন্দাজ জিতু রাই ও তরুণদীপ রাই, ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অইনাম বেমবেম দেবী। সম্মান পাওয়ার কথা শুনে সিন্ধু বলেছেন ‘এই সম্মান প্রাপ্তি খেলার ক্ষেত্রে আমাকে আরও অনুপ্রেরণা দেবে। এই অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রত্যাশা, চাপ আরও বাড়বে। সেই সঙ্গে এই সম্মান বাড়তি মোটিভেশন’।

No comments