Header Ads

আইপিএলের জনপ্রিয়তা কমেছে! এবছর হতে পারে বেশ কিছু পরিবর্তন। জেনে নিন কি সেগুলি।

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের (IPL) জনপ্রিয়তায় নাকি কমেছে! এমনটাই দাবি করেছেন সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। তাদের বক্তব্য যদি আগের বারের মতো করে এই টুর্নামেন্ট চালানো হয় তাহলে জনপ্রিয়তা যে আরও কমবে তা নাকি ধরে নেওয়া হয়েছে। এই অবস্তার পরপ্রেক্ষিতে আইপিএল গভর্নিং কমিটিকে একাধিক প্রস্তাব দিয়েছে স্টার স্পোর্টস। তারা জানান বিকেল ৪টেই ম্যাচ শুরু হলে, তা বেশি দর্শক দেখার সুযোগ পাচ্ছেন না। ফলে ক্ষতি হচ্ছে সবার। অপরদিকে এক দিনে ২ টি ম্যাচ থাকার ফলে দর্শকরা যে কোনও একটি ম্যাচ দেখার সময় পাচ্ছেন।
 তাতেও টিআরপির ক্ষতি হচ্ছে। তাই তারা প্রস্তাব দিয়েছেন এ বছর এক দিনে ২টি ম্যাচ যেন না রাখা হয়। যদি এই ব্যাবস্থা না থাকে তাহলে বিকেলে আর খেলা রাখার প্রয়োজন পড়বে না, সেখানে দর্শক সংখ্যাও বেশি হবে। একদিনে দুটি ম্যাচ হলে ফ্র্যাঞ্চাইজিগুলিরও বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। অপরদিকে বিদেশি ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টের জন্য পাওয়া যায় এমন ভাবে সূচি তৈরি করতে হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সূচি ঘোষিত হবে। তখন দেখা যাবে কি কি পরিবর্তন আনছেন পরিচালক কমিটি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.