Header Ads

ভোটের আগে এসএফআইয়ের গণইস্তফা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ।

নজরবন্দি ব্যুরোঃ আর কিছু দিনের মধ্যেই ভোট, আর ঠিক তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের গণইস্তফা নয়া নাটকের মোড় নিল। বেশ কিছু দিন ধরেই এসএফআইয়ের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগ জানিয়ে আসছিল দলেরই একাংশ কর্মীরা। কিন্তু এ বিষয়ে সিপিএম-এর শীর্ষ নেতৃত্বের উদাসীনতার কারণে অবশেষে তাঁদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। আর এর জেরে ভোটের আগে বড়সড় ভাঙন ধরলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই আর্টস ইউনিটে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৩১ জন এসএফআই সদস্য ইস্তফা পত্র পাঠিয়েছেন সংগঠনের আঞ্চলিক সভাপতি ও কলকাতা জেলা কমিটির সম্পাদকের কাছে।
এই ঘটনার পর যুদ্ধকালীন বিবৃতিতে আলোচনায় বসেন দলের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, ৩১ জনেরই গণইস্তফা গ্রহণ করা হয়েছে। এমনকি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে শাস্তির চিন্তাভাবনা করা হচ্ছে। শীর্ষ নেতৃত্বের যুক্তি, দলের মধ্যে যথেষ্ট গণতন্ত্রের পরিসর রয়েছে। কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারত। কেউ যদি বেরিয়ে যেতে চায়, তাহলে কিছু করার নেই।পরিস্থিতি নিয়ে এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সমন্বয় রাহা বলেন “সংবাদমাধ্যমে সংগঠনের বিষয়ে আমি একটি শব্দও বলব না”। এই গনইস্থফার ঘটনা নজিরবিহীন। সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেনি বাম ছাত্র সংগঠনে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.