Header Ads

সোয়েটারের মধ্যে চোরা পকেট তৈরি করে জাল নোট পাচার! গ্রেফতার দুই।

নজরবন্দি ব্যুরোঃ জাল নোট পাচারের চেষ্টায় ধৃত দুই। ময়দান থানা এলাকার শহিদ মিনারের কাছে থেকে দুই জাল নোট পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী। সোয়েটারের মধ্যে চোরা পকেট তৈরি করে ওই জাল নোট পাচারের চেষ্টায় ছিলেন ওই দুই ব্যক্তি।


এবার এই অভিনব পদ্ধতির সাহায্যে পাচারকারীরা পুলিশের চোখ থেকে বাঁচতে পারবে বলে মনে করেছিল। কিন্তু শেষ রক্ষা হল না। শীতের সময় সোয়েটার পরে থাকলে কেউ সন্দেহ করবে না। তাই সয়েটারের মধ্যেই ছিল চোরা পকেট, আর তাঁর মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ওই জাল নোট।
এসটিএফ সূত্রে খবর, ধৃত দুই জাল নোট পাচারকারীর নাম সেনাউল শেখ ও আক্রামুল। দুজনেই মালদহের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় শহিদ মিনারের সামনে থেকে তাঁরা পুলিশের হাতে ধরা পরে। পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৩০ লক্ষ জাল নোট, তাঁর মধ্যে সবটাই ৫০০ টাকার নোট। পুলিশের মতে, খুঁটিয়ে পরীক্ষা না করলে ওই জাল নোটের সঙ্গে আসলের পার্থক্য ধরা শক্ত। পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে, যে ওই চক্রে আর কে বা কারা যুক্ত আছে? তাঁদের পরিকল্পনা কি? এতো জাল নোট কথা থেকে আনা হয়েছে?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.