Header Ads

বাড়ির কাছে বদলির দাবিতে শিক্ষক আন্দোলনের ঢেউ ছড়াচ্ছে রাজ্য জুড়ে।

নজরবন্দি ব্যুরোঃ বাড়ির কাছে বদলির দাবি নিয়ে শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে United Teachers’ Welfare Association (UTWA) নামের একটি অরাজনৈতিক গড়ে তুলেছেন। রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই UTWA আন্দোলনের ঢেউ ছড়িয়ে দিতে শুরু করেছে সারা রাজ্যে। আজ ০৫/১২/২০১৯ (শুক্রবার), মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই সংগঠনের একটি সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বদলির দাবি নিয়ে শিক্ষকরা সেখানে উপস্থিত হন। সভার আয়োজক ছিলেন সংগঠনের সহ-কোষাধ্যক্ষ্য গোবিন্দ ওঝা। উপস্থিত শিক্ষকদের মধ্যে দাবি ওঠে, অবিলম্বে দূরত্ব ও অভিজ্ঞতা উভয় কে গুরুত্ব দিয়ে জেনারেল ট্রান্সফার চালু করতে হবে। এরই সঙ্গে সমগ্র চাকরী জীবনে ন্যূনতম তিনবার মিউচুয়াল ট্রান্সফার দিতে হবে।
  আজকের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুশোভন মুখার্জী। তিনি জানালেন, আবেদনের ভিত্তিতে শিক্ষক – শিক্ষিকাদের বাড়ির কাছে বদলির দাবি টি যথেষ্ঠ যুক্তিসঙ্গত এবং সর্বোপরি মানবিক। তার কথায়, "আমরা, শিক্ষক – শিক্ষিকারা, প্রতিনিয়ত সুকোমলমতি শিক্ষানবিশদের স্নেহের সাথে বিদ্যা অর্জনে সহায়তা করছি। এই কাজ সম্পাদন করতে গিয়ে আমাদের ব্যক্তিগত তথা পারিবারিক জীবন সম্পূর্ণ ভাবে অবহেলিত হয়ে চলেছে। এই অবস্থায় মাননীয় শিক্ষাদপ্তরকে সহানুভূতির সঙ্গে আমাদের সমস্যা সমূহ দূরীকরণে পদক্ষেপ নিতে অনুরোধ করছি।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.