Header Ads

রাজ্যের স্কুল শিক্ষকদের সংশোধিত বেতন চালুর পথে রাজ্য!

নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরেই স্কুল শিক্ষার ক্ষেত্রে সংশোধিত বেতন চালুর জন্য বিশেষ নির্দেশিকা সবার সামনে আনতে চলল রাজ্য সরকার। সরকারের উদ্যোগেই প্রকাশিত হবে সংশোধিত রোপা৷ রোপাতেই বলা থাকবে কোন স্তরের শিক্ষকদের কতটা বেতন বৃদ্ধি হবে।   রোপা কার্যকর হবে সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে। সংশোধনী রোপার আওতায় আনা হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও।    বিষয়টি নিয়ে কিছু জটিলতা থাকায় দপ্তরের উচ্চ আধিকারিকদের নিয়ে বৈঠক করে রাজ্য সরকার দ্রুত সমাধানের পথে হাঁটতে চলেছে বলে সূত্রের খবর।
মূল জটিলতা রয়েছে ২০০৯ ও ২০১৬তে যোগদেওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে। করতে সমস্যা তৈরি হবে৷ তবে রাজ্যের প্রাইমারি স্কুল শিক্ষকদের বেতনের  সঙ্গে সাজুয্য রেখেই এই সংশোধিত বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। রোপা প্রকাশ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই শিক্ষক ও অশিক্ষককর্মীরা বেতন বৃদ্ধির পরিমাণ সম্বন্ধে স্পষ্ট ধারণা পাবেন। শিক্ষক সংগঠনগুলির আন্দোলন ও দীর্ঘদিনেই এই দাবিমেনেই কার্যকর হতে চলেছে রোপা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.