Header Ads

সরকারি স্কুলের খরচ কমাতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের সরকারি বিদ্যালয়ের খরচ ও পরিবেশ দূষণ কমাতে নয়া উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সরকারি বিদ্যালয়ের ইলেকট্রিক বিল। ফলে নাজেহাল হতে হচ্ছিল রাজ্য সরকারকে। তাই একেবারে অভাবনীয় পদ্ধতিতে সেই বোঝা কমাতে চলেছে সরকার। শনিবার জাতীয় শক্তি সংরক্ষণ দিবসে ঘোষণা করেন মমতা।
 তিনি বলেন স্কুলগুলিতে সোলার প্যানেল ব্যবহার করা হবে। অপ্রচলিত শক্তিকে আবারও সহজে কাজে লাগিয়ে রাজ্যের প্রতিটি স্কুলে চালাতে চাইছে সরকার৷ বর্তমানে রাজ্যের হাজারেরও বেশি স্কুলে এই অপ্রচলিত সোলার সিস্টেম বসানোর কাজ চলছে। আগামীতে রাজ্যের সব স্কুলেই এই সিস্টেম কার্যকরি করা হবে। একাধিক জেলাতে এই নতুন সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির প্রক্রিয়া শুরু করা হবে। তবে এই প্রক্রিয়া চালু হলে শুধুই সরকারের খরচই কমবে না, বরং দূষণ কমানোও সম্ভব হবে। শনিবার বিষয়টি নিয়ে একটি ট্যুইট বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.