Header Ads

প্রখ্যাত ভাস্কর শুভেন্দু শাসমলের জীবনাবসান

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত ডায়মন্ড হারবারের প্রখ্যাত ভাস্কর শুভেন্দু শাসমল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার ভিলাইয়ে মেয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর তৈরি ভাস্কর্য ও একাধিক মূর্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শহর জুড়ে। পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তবে ভাস্কর্য শিল্পে মেতে থাকার অভ্যাসটা ছোট থেকেই। সেই সঙ্গে আঁকাতেও সমান পারদর্শী ছিলেন। তবে কারো কাছ থেকেই প্রথাগত ভাবে ভাস্কর্যের শিক্ষা নেন নি। নিজেই কাজ করতে করতে হয়ে উঠেছিলেন একজন ভাস্কর্য শিল্পী। মূলত মনিষীদের মূর্তি তৈরিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত।
তাঁর তৈরি বিলাসপুরের ৩৮ ফুট বিশালাকৃতির শিব-পার্বতীর যুগল মূর্তি দেখলে কার্যত স্তম্ভিত হতে হয়। কাজের সুবাদে ঘুরে বেড়িয়েছেন সারা দেশ। তবে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর পাকাপাকি ভাবে ডায়মন্ড হারবারের নুনগোলার বাড়িতেই থাকতেন নিনি। কয়েকদিন আগেই চিকিৎসার জন্য ভিলাইতে মেয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকার সাংস্কৃতিক মহলে। বাচিক শিল্পী ও প্রাবন্ধিক ডাঃ হিমাদ্রি পাল বলেন " আমাদের একজন গর্বের এক শিল্পীকে হারিয়েছি। ভাস্কর্যের পাশাপাশি শুভেন্দু শাসমল সাহিত্য চর্চা করে করেছেন আজীবন। আমি মনে করি তিনি প্রয়াত নন। কাজের মধ্যদিয়ে আমাদের মাঝে বেঁচে রয়েছেন তিনি।" স্ত্রী নমিতা ও দুই কন্যাকে রেখে ইহলোক ত্যাগ করে এক নিশ্চিন্ত পুরের দিকে গন্তব্য করেছেন ভাস্কর শুভেন্দু শাসমল। ডায়মন্ড হারবার শহর হারাল তার প্রিয় ভাস্করকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.