Header Ads

এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে ব্যাজ পরে আন্দোলনে নামার ডাক মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল বাংলা। বিলের বিরোধীতা করে রাজ্য জুড়ে গণআন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় নেতা-কর্মীদের কলকাতায় বিক্ষোভ সমাবেশ থেকে এনআরসি ও ক্যাব বিরোধী শপথবাক্য পাঠ করান তৃণমূল সুপ্রিমো। আন্দোলনে সামিল রাজ্যের সাধারণ নাগরিকদের দিয়েও এই শপথ পাঠ করানো হয়। এদিনের এনআরসি বিরোধী সভা থেকে মমতা বলেন কোন অগণতান্ত্রিক আইন এই রাজ্যে কার্যকর হতে দেবেন না।
 সেই সঙ্গে মঙ্গলবার 'নো এনআরসি, নো ক্যাব' লেখা ব্যাজ পরে এই বিলের বিরুদ্ধে রাজ্যবাসীকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ডাক দিলেন মমতা।আগেই প্রত্যেক এলাকায় বিলের বিরুদ্ধে আন্দোলনে নামে তৃণমূল। কলকাতায় মিছিলে হাঁটেন দলের সুপ্রিমো নিজেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ব্যাজ পরে আন্দোলনের ঘোষণায় পুনরায় জেলায় জেলায় পথে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.