Header Ads

ভোট বাঁচাতে বিরোধিতা মমতার, কটাক্ষের সুর বিজেপি কার্যকারী সভাপতি পি নাড্ডার।

নজরবন্দি ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইন (সি সি এ) নিয়ে এবার পথে নামল বিজেপি। এই মিছিলে নেতৃত্ব দেন জে পি নাড্ডা। এই মিছিল গনেশ চন্দ্র এভিনিউ, চিত্তরঞ্জন এভিনিউ, এবং ভূপেন বোস এভিনিউ হয়ে শ্যামবাজারের শেষ হবে এবং ওখানেই জনসভা করবেন নাডডা। সেই জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ মন্তব্য করলেন জে.পি নাডডা। তিনি বলেন এই বিল পাস হয়েছে নাগরিকত্ব দিতে কেড়ে নিতে নয়। সবকিছুতেই বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এরকম রাজনীতি করছেন বলে জানিয়েছেন নাডডা।
 একথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন, দেশকে না বাঁচিয়ে নিজের দলকে বাঁচানোর চেষ্টায় তিনি বিরোধিতা করছেন। জম্মু কাশ্মীরের 370 ধারা নিয়ে সংসদে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদদের নিয়ে আলোচনা হলো কিন্তু তারপরে 370 ধারা বাতিল করা হল। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিদ্ধান্ত কেন্দ্রের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছেন, রাজ্যে চলা গন্ডগোলের কোনো পদক্ষেপ নেননি মমতা। ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে তিনি আবেদনের পর আবেদন করে চলেছেন এইভাবে মমতা বাংলার রাজনীতি করছেন বলে জানিয়েছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.