Header Ads

১০ মিনিট ৩০০টা অঙ্ক করে কামাল ছোট্ট অনুলগ্নার।

নজরবন্দি ব্যুরোঃ ১০ মিনিটে ৩০০ টা অংক, শুনতে অবাক লাগলেও এটা সত্যি। খড়দাহের বাসিন্দা অনুলগ্না বসু ১০ মিনিটে ৩০০ টা অংক কষে দ্বিতীয় স্থান অধিকার করেছে সর্বভারতীয় অ্যারিথমেটিক জিনিয়াস প্রতিযোগিতায়। অনুলগ্না বেলঘরিয়া অ্যাডামস ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গত বছর রাজ্যে হওয়া এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ২০ টা অংক করে প্রথম হয়েছিল অনুলগ্না।
এই বছর রাজ্য স্তরে দ্বিতীয় স্থান নিয়ে সর্বভারতীয় স্তরে জাওয়ার সুযোগ পায় সে। সে পড়াশোনার সাথে ক্যারাটে এবং সাঁতারেও পারদর্শী। সিপ অ্যাবাকাস দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ২০ টি রাজ্যের পড়ুয়ারা অংশ গ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকে ৯জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই সাফল্যের জন্য ছোট্ট মেয়ে অনুলগ্না বসুকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। সে এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়ে রাজ্যের নাম উজ্জ্বল করেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.