Header Ads

এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সমাজকর্মীরা, কাঠগড়ায় বিজেপি

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৮ দুষ্কৃতীর একটি দল এসে প্রতিবাদী তরুন-তরুনীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেশ কয়েকজন প্রতিবাদী। হামলাকারীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ আক্রান্তদের। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার যাদবপুরের বাঘাযতীন এলাকায়। পরে এলাকার বাসিন্দারা দুষ্কৃতীদের কয়েক জনকে ধরে ফেলে আক্রান্তদের উদ্ধার করে। আক্রান্তরা হলেন চলচ্চিত্র পরিচালক দেবলীনা মজুমদার, চিকিৎসক রঞ্জিতা বিশ্বাস, শিক্ষক কৌস্তুভ দাশগুপ্ত ও কবি জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী। আক্রান্তরা সবাই এলাকায় সমাজকর্মী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন এনআরসি ও সিএএর বিরুদ্ধে লিফলেট বিলি করে রাত ১০টা নাগাদ বাঘাযতীনের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন প্রতিবাদী সমাজকর্মীরা। সেই সময়ই আচমকা ‘জয় শ্রী রাম’ বলতে বলতে লাঠি নিয়ে তেড়ে আসে ৮ দুষ্কৃতী।
এরপর ওই দুষ্কৃতীরা প্রতিবাদী তরুন-তরুনীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম হন তাঁরা। চলচ্চিত্র পরিচালক দেবলীনার ক্যামেরা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর মাথায় আঘাত লাগে। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু এদের মধ্যে তিনজন কে হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা। পরে যাদবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হামলাকারী তিন যুবককের বিরুদ্ধে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই নিন্দায় সরব হয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা। পরে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন কবি জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.