Header Ads

একি মাসের দু'বার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লিতে।

নজরবন্দি ব্যুরোঃ আবারও ভয়াবহ অগ্নিকান্ডে কেঁপে উঠলো দিল্লি। একমাসে দু'বার ঘটে যায় দিল্লির বুকে এই অগ্নিকাণ্ড। পশ্চিম দিল্লির কিরারি এলাকায় ঘটে এই ঘটনা। রবিবার রাত ১২:৩০ নাগাদ একটা কাপড়ের গুদামে হঠাৎ আগুন লেগে যায়। সূত্রের খবর অনুযায়ী, একটি তিনতলার বিল্ডিংয়ের নিচতলায় ছিল কাপড়ের গুদাম।
অনেক ক্ষতি হয়েছে, ৯ জন মারা গেছেন আর ১০ জনের গুরুতর আহত হওয়ার খবর আসছে। কোন রকমে এক ব্যক্তি ঘটনা স্থল থেকে বেড়িয়ে দমকলে খবর দেয়।দমকলের ১০টি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছায়, আগুন নেভাতে সাফল্য হয়। আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। শর্টসার্কিটকেই এই অগ্নিকাণ্ডের কারণ বলা হচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.