Header Ads

রাজ্যের বিক্ষোভ কবলিত এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাজ্যপাল

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ) বিরুদ্ধে রাজ্যের যে এলাকায় প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে সেই এলাকা গুলো ঘুরে দেখতে চাইছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব) রাজ্যসভায় পাশ হওয়ার পর রাতারাতি সেই বিলে স্বাক্ষর করে বিলটি আইনে পরিনত করেন রাষ্ট্রপতি। আর তারপর থেকেই এই আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বাংলাতেও। রাজ্যের একাধিক জায়গায় প্রতিবাদের নামে তান্ডব চালায় বিক্ষোভকারীরা। কোথাও বাস আবার কোথাও ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
 মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে হাওড়া, মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। প্রতিবাদের নামে চলা হিংসা ও তান্ডবের তীব্র নিন্দা করেন রাজ্যপাল ধনকড়। সেই সঙ্গে এই আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েন নি তিনি। তাঁর কথায় মুখ্যমন্ত্রী কেন্দ্রের আইন না মেনে নিজেই সংবিধান লঙ্ঘন করছেন। নাগরিকত্ব সংশোধনী আইনে দেশের কোন নাগরিকের ক্ষতি হবে না। সংবিধান মেনেই এই আইন বলবৎ হবে বলে সাফ জানিয়ে দেন রাজ্যপাল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.